ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিতে চায়

২০২৫ জানুয়ারি ১১ ১৭:৫৭:৪৩
অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিতে চায়

ডুয়া নিউজ: অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তার মতে, নির্বাচনের রোডম্যাপ প্রকাশের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা কাটবে এবং বিনিয়োগের প্রক্রিয়া বৃদ্ধি পাবে।

আজ শনিবার (১১ জানুয়ারি) রাজধানীতে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ কনফারেন্সে তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উল্লেখ করেন যে, নির্বাচন সংক্রান্ত একটি রোডম্যাপ শীঘ্রই প্রকাশিত হবে, যা রাজনৈতিক অস্থিরতা কাটাতে সাহায্য করবে এবং বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করবে।

তিনি বলেন, "রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে কেউ সহজে সেখানে বিনিয়োগ করতে আসবে না। এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আশা করছি, খুব দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, যাতে আস্থা ফিরে আসবে এবং বিদেশি বিনিয়োগকারীরা আমাদের দিকে ফিরবে।"

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, প্রবাসীদের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের ভাবমূর্তিতে ক্ষতি হচ্ছে। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির বিদেশে শাখা রয়েছে এবং রাজনৈতিক দ্বন্দ্বের কারণে প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ সময় তিনি ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে