ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে: উপদেষ্টা বিধান রঞ্জন

২০২৫ জানুয়ারি ১১ ১৬:৪৬:২২
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে: উপদেষ্টা বিধান রঞ্জন

ডুয়া নিউজ: বাচ্চাদের পড়াশোনার মান বাড়ানোর পাশাপাশি খরচ কমানোর লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এর ফলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তত্ত্বাবধান করা সহজ হবে এবং তারা নির্দিষ্ট নিয়মের মধ্যে কাজ করতে বাধ্য থাকবে বলেও জানান তিনি।

আজ শনিবার (১১ জানুয়ারি) জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, ময়মনসিংহে দশম গ্রেডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “বাচ্চাদের সামগ্রিক বিকাশে শুধুমাত্র বইয়ের ওপর নির্ভর করা উচিত নয়। খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাদের অংশগ্রহণ প্রয়োজন।” এজন্য শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানোর গুরুত্বের উপর তিনি জোর দেন।

নতুন পাঠ্যবই প্রসঙ্গে উপদেষ্টা বিধান রঞ্জন রায় জানান, প্রথম থেকে তৃতীয় শ্রেণির সকল বই বছরের শুরুতেই শিশুদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কিছু ক্লাসে বইয়ের জন্য বিলম্ব হয়েছে, তবে এখন ৪র্থ ও ৫ম শ্রেণির বইও ছাপানো হচ্ছে। জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষার্থী সংখ্যা কমার কারণ সম্পর্কে তিনি বলেন, কোভিড, পরীক্ষা পদ্ধতির পরিবর্তন এবং অভিভাবকদের অসন্তুষ্টি থাকার জন্য অনেক শিশুই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে যাচ্ছে। তিনি বলেন, নতুন মূল্যায়ন পদ্ধতি প্রবর্তন করা হয়েছে, যার মাধ্যমে ক্লাসের ভিত্তিতে মূল্যায়ন করা হবে এবং প্রতি চার মাস পর পর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিধান রঞ্জন রায় পোদ্দার আরও যোগ করেন, “সর্বাধিক গুরুত্ব হলো বাচ্চাদের পড়াশোনায় উন্নতি নিশ্চিত করা।”

এ অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির পরিচালক ফরিদ আহমেদ, উপপরিচালক সাদিয়া উম্মুল বানিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে, তিনি দশম গ্রেডের কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে