ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

এক ভিসায় ২৯টি ইউরোপীয় দেশ ভ্রমনের সুযোগ

২০২৫ জানুয়ারি ১১ ১৫:০৫:২১
এক ভিসায় ২৯টি ইউরোপীয় দেশ ভ্রমনের সুযোগ

ডুয়া ডেস্ক: রোমানিয়া ও বুলগেরিয়া ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হওয়ার ফলে শেনজেন ভিসাধারীরা ২৯টি দেশে বিনা বাধায় ভ্রমণ করতে পারবেন।

শেনজেন অঞ্চল এমন একটি ভ্রমণ এলাকা, যেখানে অন্তর্ভুক্ত দেশগুলোর নাগরিকরা পাসপোর্ট বা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

বিশ্বের অন্যান্য দেশের নাগরিকরা একটি শেনজেন ভিসা ব্যবহার করে এখন থেকে রোমানিয়া ও বুলগেরিয়াসহ মোট ২৯টি দেশ ভ্রমণ করতে পারবেন, যেখানে সীমান্ত চেকিংয়ের প্রয়োজন হবে না।

রোমানিয়া ও বুলগেরিয়ার শেনজেন অঞ্চলে অন্তর্ভুক্তি দীর্ঘ ১৬ বছরের চেষ্টার ফল। ২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করলেও শেনজেন অঞ্চলের সদস্যপদ পেতে তাদের বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেন বলেছেন, “এই অন্তর্ভুক্তি ইউরোপীয় ঐক্য বাড়ানোর পাশাপাশি অর্থনীতিকেও শক্তিশালী করবে।”

যদিও বেশিরভাগ সদস্য রাষ্ট্র এই উন্নয়নকে স্বাগত জানিয়েছে। তবে কিছু দেশ অভিবাসন বৃদ্ধি ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে রোমানিয়া ও বুলগেরিয়ার সরকার এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।

বিশেষজ্ঞরা মনে করেন, মানব পাচার ও সীমান্ত নিয়ন্ত্রণের নতুন দায়িত্বগুলো তাদের জন্য একটি বড় পরীক্ষা হবে।

এই নতুন অন্তর্ভুক্তি ইউরোপে ভ্রমণকারীদের জন্য আরও সুবিধাজনক ও বিস্তৃত সুযোগ তৈরি করেছে। এখন থেকে শেনজেন ভিসা ব্যবহারকারীরা ২৯টি দেশে সহজেই ভ্রমণ করতে পারবেন, যা বৈশ্বিক ভ্রমণ এবং আন্তঃদেশীয় সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে