ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

নেত্রকোনায় ছিন্নমূলদের শীতবস্ত্র উপহার দিল ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও সিএসডি

২০২৫ জানুয়ারি ১১ ১৪:৫৫:২২
নেত্রকোনায় ছিন্নমূলদের শীতবস্ত্র উপহার দিল ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও সিএসডি

ডুয়া নিউজ: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্যে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায় সুবিধা বঞ্চিত ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ প্রোগ্রামের উদ্যোগ এবং আয়োজনে ছিল সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট (সিএসডি)।

আজ শনিবার (১১ জানুয়ারি) উক্ত থানার আনন্দপুর গ্রামের হাজীবাড়ী আলাপসিংপাড়ায় অসহায় শীতার্তদের মাঝে এ উপহার তুলে দেওয়া হয়। এ সময় অনেক এতিম এবং সুবিধাবঞ্চিত পুরুষ-মহিলারা উপস্থিত ছিলেন।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ও সিএসডি চেয়ারম্যান মো: আনিসুল ইসলাম। তিনি বলেন, আমরা এ প্রোগ্রামটার নাম দিয়েছি শীতবস্ত্র উপহার। অনুষ্ঠানে সব মিলিয়ে ৩০০ লোকজনের মধ্যে কম্বল, চাদর ও টুপি বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণের সময় অত্র এলাকার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে