ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, আবেদন অনলাইনে

২০২৫ জানুয়ারি ১১ ১৩:৫১:২২
বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, আবেদন অনলাইনে

ডুয়া ডেস্ক : লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাহিনীটি ৮৫তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭০তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সে অফিসার পদে পুরুষ ও নারী নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

কোর্স: ৮৫তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭০তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্স

ক্যাটাগরি-

সাধারণ : আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC), ঢাকা সেনানিবাস, ঢাকা ব্যতিত সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল/ডেন্টাল কলেজ থেকে পাশকৃত আবেদনকারী প্রার্থীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

এএফএমসি : শুধুমাত্র আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC), ঢাকা সেনানিবাস, ঢাকা থেকে পাশকৃত আবেদনকারী প্রার্থীগণ এএফএমসি (AFMC) প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম):

ক। আর্মি মেডিকেল কোর (এএমসি) - (পুরুষ/মহিলা):

১। এমবিবিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ)।

২। ইন্টার্ণশীপ সম্পন্নকারী (বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন পূর্বক ইন্টার্নশীপ সার্টিফিকেট জমা করতে হবে)।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক:

ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.০০ (তবে, যে কোন পরীক্ষায় জিপিএ-৪.৫০ এর কম নয়)।

খ) ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌'ও‌' লেভেল এবং 'এ' লেভেল পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.০০ (তবে, যে কোন পরীক্ষায় জিপিএ-৪.৫০ এর কম নয়); এ ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত জিপিএ-তে রূপান্তর করে নম্বর সমতাকরণ সনদপত্র (Equivalence Certificate) গ্রহণ করা আবশ্যক।

খ। আর্মি ডেন্টাল কোর (এডিসি) - (পুরুষ/মহিলা):

১। বিডিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল/ডেন্টাল কলেজ)।

২। ইন্টার্ণশীপ সম্পন্নকারী (বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন পূর্বক ইন্টার্নশীপ সার্টিফিকেট জমা করতে হবে)।

৩। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক:

ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.০০ (তবে, যে কোন পরীক্ষায় জিপিএ-৪.৫০ এর কম নয়)।

খ) ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌'ও‌' লেভেল এবং 'এ' লেভেল পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.০০ (তবে, যে কোন পরীক্ষায় জিপিএ-৪.৫০ এর কম নয়); এ ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত জিপিএ-তে রূপান্তর করে নম্বর সমতাকরণ সনদপত্র (Equivalence Certificate) গ্রহণ করা আবশ্যক।

বয়সসীমা: ১ জুলাই ২০২৫ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ও প্রসারণে ৩২ ইঞ্চি, ওজন ৫৭ কেজি। নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট, বুকের মাপ স্বাভাবিক ২৮ ও প্রসারণে ৩০ ইঞ্চি, ওজন ৪৮ কেজি।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৫

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

চাকরি এর সর্বশেষ খবর

চাকরি - এর সব খবর



রে