ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

১০ দাবি নিয়ে আন্দোলনে ইবির সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীরা

২০২৫ জানুয়ারি ১১ ১৩:৩৪:১১
১০ দাবি নিয়ে আন্দোলনে ইবির সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীরা

ডুয়া নিউজ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকট, সেশনজট নিরসন এবং অন্যান্য দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে অবস্থান নেন তারা। এই সময়ে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে স্লোগান দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে, প্রতি বছর তাদের একটি করে সেমিস্টার পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং রেজাল্ট প্রকাশ করতে ৭ থেকে ৮ মাস সময় লেগে যায়। বর্তমানে বিভাগে সাতটি ব্যাচের ক্লাস ও পরীক্ষা চলমান থাকলেও এর জন্য শুধুমাত্র একটি ক্লাসরুম এবং তিনজন শিক্ষক উপস্থিত রয়েছেন। এর ফলশ্রুতিতে নিয়মিত ক্লাস ও পরীক্ষা করতে পারছেন না শিক্ষার্থীরা এবং এ কারণে তারা দীর্ঘ সেশনজটে পড়েছেন।

২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাধন বলেছেন, “আমরা আমাদের দাবির দ্রুত বাস্তবায়ন চাই। সেশনজটে থাকতে চাই না। আমাদের বিভাগে দ্রুত শিক্ষক নিয়োগ এবং শ্রেণিকক্ষ বরাদ্দ দেওয়া হোক। প্রশাসনের পক্ষ থেকে আজকেই সুনির্দিষ্ট আশ্বাস চাই।”

এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি তুলে ধরেন, যেমন: “শিক্ষক নিয়ে তালবাহানা, আর না আর না”, “অন্য বিভাগ স্বর্গে, আমরা কেন মর্গে”, “আজকেই চাই সমাধান, সেশনজটের অবসান”।

তাদের ১০ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো: ১. নির্দিষ্ট রুটিন প্রণয়ন করে প্রতিটি কোর্সের ন্যূনতম ক্লাস নিতে হবে;২. সেশনজট নিরসনে তিন মাসের মধ্যে সেমিস্টারের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে;৪. পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দিতে হবে এবং শিক্ষক নিয়োগ না হলে গেস্ট টিচার দ্বারা ক্লাস নিতে হবে;৪. পর্যাপ্ত ক্লাসরুম ও সেমিনার লাইব্রেরীর ব্যবস্থা করতে হবে;৫. ইনকোর্স, সেমিস্টার ও ফাইনাল পরীক্ষার সঠিক সময় নির্ধারণ করতে হবে;৬. বিভাগের সার্বিক তত্ত্বাবধানের জন্য অধ্যাপক জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দিতে হবে;৭. এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে;৮. প্রতি বছর শিক্ষা সফরে যেতে হবে;৯. আন্দোলনের পরবর্তী প্রভাব শিক্ষার্থীদের উপর যেন না পড়ে, সে বিষয়ে নিশ্চয়তা দিতে হবে।

এ বিষয়ে সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা জানান, তারা শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করছেন এবং আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে