ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সীমান্তে বেড়া নিয়ে উত্তেজনায় বিএসএফের গুলি, আহত ১

২০২৫ জানুয়ারি ১১ ১২:১৮:৫২
সীমান্তে বেড়া নিয়ে উত্তেজনায় বিএসএফের গুলি, আহত ১

ডুয়া নিউজ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গুলিবিদ্ধ যুবকের নাম মো. শহিদুল ইসলাম (২২)। তিনি স্থানীয় বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে। আজ শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস জানিয়েছেন, শহিদুল গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আসেন। ঘটনাটি ঘটে শিবগঞ্জ থানার সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন ভারতীয় সীমান্তে।

এদিকে দায়িত্বরত বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, তিন রাউন্ড গুলির শব্দ শোনা গেছে এবং একজন আহত হওয়ার খবর পেয়েছেন।

এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের নো ম্যনস ল্যান্ডে বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশকে না জানিয়ে কাঁটাতারের বেড়ার নির্মাণের চেষ্টা করার অভিযোগ ওঠে। এর ফলে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে