ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

সবজিতে ভরপুর বাজার, দামেও স্বস্তি

২০২৫ জানুয়ারি ১০ ১৯:০৩:২৬
সবজিতে ভরপুর বাজার, দামেও স্বস্তি

ডুয়া নিউজ: গত ২-৩ সপ্তাহে বাজারে সবজির দাম কমে গেছে। শীতে আবহাওয়া শীতল হওয়ায় এবং নতুন মৌসুমের সবজি বাজারে আসায় সবজির সরবরাহ বেড়ে গেছে, ফলে দামও কমেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার পরিদর্শন করে দেখা যায়, কিছু সবজির দাম নির্দিষ্ট মৌসুমে না হওয়ায় কিছুটা বাড়তি রয়েছে। যেমন ঢেঁড়স, পটল, এবং বরবটি, যেগুলোর দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, বাজারে বড় সাইজের ফুলকপি এবং বাধা কপি প্রতি পিস ২০ টাকায় বিক্রি হচ্ছে। লম্বা বেগুনের দাম ৪০ টাকা, গোল বেগুন ৫০ টাকা, টমেটো ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, শালগম ৩০ টাকা, ঝিঙা ৬০ টাকা, এবং পেঁয়াজের ফুলের এক মুঠো ১০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যে মুলা ২০ টাকা, গাজর ৬০ টাকা, করলা ৬০ টাকা, শসা ৫০ টাকা, সাধারণ শিম ৩০ টাকা, নতুন আলু ৪০ টাকা, এবং মিষ্টি কুমড়া ২০ টাকায় পাওয়া যাচ্ছে।

মহাখালী বাজারের ক্রেতা ফরিদ আহমেদ বলেন, বর্তমানে সবজির দাম কীভাবে কমেছে, তাতে তিনি সন্তুষ্ট। বাজারে কিছুদিন আগে সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে ছিল কিন্তু বর্তমানে দাম কমেছে। তিনি আশা করেন, অন্যান্য পণ্যের দামও সাধারণ ক্রেতার নাগালের মধ্যে আসবে।

মগবাজারের সবজি বিক্রেতা জয়নাল হক বলেন, বর্তমানে বাজারে সবজির চাহিদা অনেক বেশি এবং ক্রেতারা ব্যাগভরে সবজি কিনছেন। তবে কিছু সবজির মৌসুম না হওয়ায় সেগুলোর দাম কিছুটা বেশি। তবে অন্য সবজির দাম মারাত্মকভাবে কমেছে।

কারওয়ান বাজারের বিক্রেতা শরিফুল ইসলাম জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে সবজি ঢাকায় আসছে। বাজারে নতুন এবং টাটকা সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে গেছে এবং তিনি আশাবাদী যে আগামী দেড় মাসেও দাম প্রায় একই থাকবে।

সার্বিকভাবে বর্তমান সময়ে রাজধানীর বাজারে শীতকালীন সবজির দাম কমে যাওয়া ক্রেতাদের জন্য স্বস্তির বিরাজ করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে