ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

২০২৫ জানুয়ারি ১০ ১৮:৪০:১৪
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ডুয়া নিউজ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষ হলের সিট বণ্টনকে কেন্দ্র করে ঘটেছে এবং এতে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে সাকিব নামে একজনকে গুরুতর অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯টায় ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এই বিরোধ বাঁধে। ধারনা করা হচ্ছে, সিট পুনর্বণ্টন নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয় এবং পরে তা হাতাহাতিতে গড়ায়। হাতাহাতি থামানোর চেষ্টা করতে গিয়ে সাকিব গুরুতর আহত হন।

এ ঘটনার পর দুই বিভাগের শিক্ষার্থীরা পারস্পরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষ লাঠি ও ইটপাটকেল ব্যবহার করে একে অপরকে আঘাত করার চেষ্টা করে। কিছু সময়ের জন্য ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে অবস্থান নেন আর ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা ফটকের বাইরেও অবস্থান করেন। পরিস্থিতি এতোটা উত্তেজিত হয়ে ওঠে যে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিতে হয়।

এ বিষয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান এবং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম উভয়েই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমানের নেতৃত্বে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে এসে শান্তি ফেরানোর চেষ্টা করছেন।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ স্বপন জানান, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছেন তবে দুই পক্ষই অনড় অবস্থান নিচ্ছে। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো ফেরদৌস রহমান উল্লেখ করেন, কিছু শিক্ষার্থী পরিকল্পিতভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ফলে ঘটনাটি এতদূর গড়িয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে