ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে : ট্রাম্প

২০২৫ জানুয়ারি ১০ ১৮:০৯:৫৭
পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে : ট্রাম্প

ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। তিনি স্পষ্ট করেছেন, বৈঠকটি কবে অনুষ্ঠিত হবে তা এখনও নির্ধারিত হয়নি।

পাম বিচের মার-এ-লাগোতে রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠকের আগে তিনি বলেন, পুতিনের সঙ্গে আলোচনা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বললেন, প্রেসিডেন্ট পুতিন প্রকাশ্যে সাক্ষাৎ করতে চান এবং তাদের উচিত এই রক্তাক্ত সংঘাত শেষ করা।

এছাড়া ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্যও প্রস্তুতির কথা উল্লেখ করেছেন। তিনি আগেও পুতিনের সঙ্গে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছিলেন। উল্লেখ করেন যে, এটি তার দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যে হতে পারে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্পের যোগাযোগের আগ্রহকে স্বাগত জানাবে পুতিন তবে যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে বৈঠকের জন্য অনুরোধ করেনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে