ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাংলাদেশে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

২০২৫ জানুয়ারি ১০ ১৭:৩১:০৪
বাংলাদেশে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

ডুয়া ডেস্ক: টঙ্গীর ইজতেমা মাঠে হামলাকারীদের জামিন বাতিলের পাশাপাশি বাংলাদেশে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশের আয়োজন করা হয়।

ওলামা মাশায়েখ বাংলাদেশ ও তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আবু হাসেম কাশফী, মাওলানা আতাউর রহমান, মাওলানা আলী ওসমান, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা ফয়সাল, মাওলানা আফসার মাহমুদ এবং মাওলানা মজিবুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা দাবী করেন, আগামীতে টঙ্গীতে একটাই ইজতেমা হবে। কোনোভাবেই সাদপন্থিদের কার্যক্রম চলতে দেওয়া হবে না। তারা ইজতেমার মাঠে হামলার সাথে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে এবং জামিন বাতিলের দাবি জানান। বক্তারা আরও বলেন, সাদপন্থিদের তাবলিগের কর্মকাণ্ডসহ অন্যান্য পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া হবে না এবং তাদের জামিনের বিষয়টি অগ্রহণযোগ্য।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে