ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু, জেনে নিন সব তথ্য

২০২৫ জানুয়ারি ১০ ১৬:৫০:৩৫
খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু, জেনে নিন সব তথ্য

ডুয়া ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ সেশনে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া শুক্রবার (১০ জানুয়ারি) থেকে শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৭ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে যা গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে আলাদাভাবে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানের স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://admission.ku.ac.bd) মাধ্যমে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। আবেদন করতে হলে নির্ধারিত ফি প্রদান করতে হবে এবং পরে ভর্তি পরীক্ষার জন্য Admit Card ডাউনলোড করা যাবে।’

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ২০২১ বা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমানে উত্তীর্ণ এবং ২০২৩ বা ২০২৪ সালের এইচএসসি/সমমানে উত্তীর্ণ শিক্ষার্থীরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউনিটগুলোর ভর্তি শর্ত পূরণ করবেন তারাই ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এছাড়া ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারের শিক্ষার্থীদের ২০১৯ বা ২০২০ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ভর্তি পরীক্ষা ইউনিট ভিত্তিক অনুষ্ঠিত হবে যেখানে এ ও বি ইউনিটের পরীক্ষায় শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং সি ও ডি ইউনিটের পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচী:

- সি (কলা ও মানবিক+সামাজিক বিজ্ঞান+আইন+শিক্ষা+চারুকলা স্কুল) ও ডি ইউনিট (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা ১৭ এপ্রিল।- এ (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ও বি (জীব বিজ্ঞান স্কুল) ইউনিটের পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার ফি:

- এ, বি ও সি ইউনিটের আবেদন ফি ১,০০০ টাকা।- ডি ইউনিটের আবেদন ফি ৭০০ টাকা।- স্থাপত্য ও চারুকলা বিষয়ের শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ইউনিটের আবেদন ফি’র সঙ্গে অতিরিক্ত ২০০ টাকা প্রদান করতে হবে।

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য এবং আবেদন পদ্ধতি সম্পর্কে আরও তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে