ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গুগল ম্যাপে ভরসা করে গণধোলাই খেলেন ১৬ পুলিশ সদস্য

২০২৫ জানুয়ারি ১০ ১৬:২৬:০১
গুগল ম্যাপে ভরসা করে গণধোলাই খেলেন ১৬ পুলিশ সদস্য

ডুয়া ডেস্ক : গুগল ম্যাপের উপর ভরসা করে বিপাকে পড়েছেন ভারতের আসাম পুলিশের ১৬ সদস্যের একটি তদন্তকারী দল। অপরাধী ধরতে গিয়ে উল্টো তাদেরই গণধোলাইয়ের শিকার হতে হলো।

সম্প্রতি নাগাল্যান্ডের মোকোকচুং জেলায় ঘটনাটি ঘটেছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, একটি তদন্তের কাজে বেরিয়েছিল আসাম পুলিশের ১৬ জন সদস্যের একটি দল। রাস্তা চেনা ছিল না। রাতের বেলা তাই গুগল ম্যাপে ভরসা রেখে এগিয়েছিলেন তারা। আর এভাবেই তারা পৌঁছে যান নাগাল্যান্ড।

এদিকে ১৬ জন অস্ত্রধারী অপরিচিত মানুষ দেখে সাবধান হয়ে যান নাগাল্যান্ডের সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। হঠাৎ করে এলাকায় এতজন লোককে দেখে তাদের ধারণা হয়, এরা নিশ্চয় সন্ত্রাসী দল। এরপরই শুরু হয় গণপিটুনি!

আসলে নাগাল্যান্ডের স্থানীয় বাসিন্দারা তাদের চিনতে ভুল করেন। কারণ আসাম পুলিশের ওই সদস্যরা অধিকাংশই সাধারণ পোশাক পরেছিলেন। কিন্তু, তাদের কাছে অস্ত্র ছিল। পরে খবর পেয়ে নাগাল্যান্ডের পুলিশ তাদের উদ্ধার করে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে