ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

জবির পর গুচ্ছ থেকে বেরিয়ে এলো শাবিপ্রবি

২০২৪ ডিসেম্বর ০৮ ১৪:৫৪:৫১
জবির পর গুচ্ছ থেকে বেরিয়ে এলো শাবিপ্রবি

ডুয়ানিউজ: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ সেশন থেকে আর গুচ্ছে থাকছে না।

শনিবার (৭ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুচ্ছ থেকে শাবিপ্রবি বেরিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার কার্যক্রম দ্রুত শুরু হবে।

সূত্র জানায়, গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাবিপ্রবি। আগামী ১২ ডিসেম্বর বিকেল ৩টায় নির্ধারিত একাডেমিক কাউন্সিলের সভায় স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার পদ্ধতি ও বিস্তারিত নির্দেশিকা চূড়ান্ত করা হবে। ইতোমধ্যে ভর্তি কমিটি এসব বিষয়ে কাজের অগ্রগতি অনেকদূর এগিয়ে নিয়ে গেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে