ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এনডিবির সদস্য হতে বাংলাদেশের সহযোগিতা চায় পাকিস্তান

২০২৫ জানুয়ারি ১০ ১২:৩৯:১২
এনডিবির সদস্য হতে বাংলাদেশের সহযোগিতা চায় পাকিস্তান

ডুয়া ডেস্ক : পাকিস্তান বহুজাতিক আর্থিক সংস্থা দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) সদস্য হতে বাংলাদেশের সমর্থন চেয়েছে। পাকিস্তানের অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রী আহাদ খান চীমা সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে এক চিঠিতে এ সহযোগিতা চেয়েছেন।

গত ১ জানুয়ারি ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন আহাদ খান চীমার লেখা চিঠি বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সম্মানীয় অর্থ মন্ত্রণালয়কে শুভেচ্ছা জানিয়ে ইসলামী প্রজাতান্ত্রিক পাকিস্তানের হাইকমিশন অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রী আহাদ খান চীমার চিঠিটি পেশ করছে, দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যপদ লাভে বাংলাদেশের সমর্থন পেতে যা বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ উপদেষ্টাকে তিনি দিয়েছেন।

এনডিবির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের মার্চে পঞ্চম ব্রিকস সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্ত নেয়। এই পাঁচ দেশ ব্যাংকটির উদ্যোক্তা। এরপর ২০১৫ সালে এই ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। চীনের সাংহাই শহরে এনডিবির সদর দফতর অবস্থিত। এর মূল উদ্দেশ্য সদস্য দেশগুলোর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ সহযোগিতা করা এবং টেকসই উন্নয়নে বিনিয়োগ।

২০২১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ এই ব্যাংকের সদস্য হয়েছে। ওই বছর অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত সদস্য হয়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সদস্য হয়েছে মিশর। এছাড়া উরুগুয়ে সম্ভাব্য সদস্য দেশের তালিকায় রয়েছে। জাতিসংঘের সদস্য সকল দেশের জন্য এই ব্যাংক সদস্যপদ উন্মুক্ত রেখেছে।

গত বছরের ৫ আগষ্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগষ্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের রাজনৈতিক, কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আগের তুলনায় ঘনিষ্ঠ হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে