ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাবিতে লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা, আটক ২

২০২৪ ডিসেম্বর ০৮ ১৪:৩৮:১৮
ঢাবিতে লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা, আটক ২

ডুয়া নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বর থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।

জানা যায়, ছিনতাইকারী দুইজন এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ টাকা নিয়ে বুয়েটের দিকে পালিয়ে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম তাদের আটক করে।

প্রক্টর বলেন, ‘আমি খবর পেয়েছি। ছিনতাইকালে তাদের আটক কর হয়। তাদেরকে শাহবাগ থানায় হস্তান্তর করতে বলেছি।’

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খলিল মনসুর বলেন, দুইজন ছিনতাইকারীকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি বলেন, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষা বা ভূক্তভুগি কেউই তাদের বিরুদ্ধে অভিযোগ করেননি। পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে