ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শেয়ারবাজার খুব খারাপ অবস্থায় নেই: ডিএসই চেয়ারম্যান

২০২৫ জানুয়ারি ০৯ ২২:০১:৪১
শেয়ারবাজার খুব খারাপ অবস্থায় নেই: ডিএসই চেয়ারম্যান

ডুয়া ডেস্ক: শেয়ারবাজারের অবস্থা তেমন খারাপ নয় বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। তিনি বলেন, গুজবে কান দিয়ে যারা দুর্বল শেয়ারে বিনিয়োগ করেছেন তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিপরীতে যারা মৌলিক উপাদান দেখে বিনিয়োগ করেছেন তাদের ক্ষতি হয়নি বরং লাভ হয়েছে।

মমিনুল ইসলাম বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা ক্লাবে ‘পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি জানান, যারা মৌলিক উপাদান ও বাজারের পরিস্থিতি বিবেচনা করে বিনিয়োগ করেছেন, তাদের ক্ষতি হয়নি বরং লাভ হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান বলেন, বর্তমানে উচ্চ সুদের হার এবং ব্যাংক খাতের সমস্যার মধ্যে অর্থনীতি কিছুটা বিচ্যুত হচ্ছে এবং রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। তবে,এ পরিস্থিতিতে ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান হাবিবুর রহমান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শেয়ারবাজারে চলমান দরপতনের প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের ৫০ শতাংশের বেশি লোকসানের শিকার হওয়ার বিষয়টি উল্লেখ করে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাজারের স্বাভাবিকতা নির্ধারণ করবে বিনিয়োগকারীরা এবং স্টেকহোল্ডাররা।

মমিনুল ইসলাম আরও বলেন, দেশে বর্তমানে মৌলিক অর্থনৈতিক সূচকগুলির ভিত্তিতে আমি বলতে চাই না যে শেয়ারবাজারের অবস্থান খুব খারাপ। তিনি আশা প্রকাশ করেন যে, সংকটের এই মুহূর্তে শেয়ারবাজারের পতন থামানো সম্ভব হয়েছে এবং ভবিষ্যতে আরও ভালো অবস্থায় ফিরে আসবে।

তিনি বলেন, ‘যারা গুজবে কান দিয়ে দুর্বল শেয়ারে বিনিয়োগ করেছেন, তারা অধিক ক্ষতির মুখে পড়েছেন। কিন্তু যারা মৌলিক উপাদান দেখে বিনিয়োগ করেছেন, তারা হয়তো লাভবান হয়েছেন।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে