ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাখাইনে জান্তাবাহিনীর হামলায় নিহত ৪০

২০২৫ জানুয়ারি ০৯ ২১:১১:৪৮
রাখাইনে জান্তাবাহিনীর হামলায় নিহত ৪০

ডুয়া ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় উদ্ধারকর্মী এবং আরাকান আর্মির একটি মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। এই হামলায় আরও ২০ জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে রামরি দ্বীপের কিয়াওক নি মাউ শহরে এই বিমান হামলা চালানো হয়। এই হামলাবেসামরিক নাগরিকের ওপর ভীষণ প্রভাব ফেলেছে।

নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক লোক ছিলেন। হামলার ফলে ৫০০ এর বেশি বাড়িঘর পুড়ে গেছে। রাস্তাঘাটের অবস্থা খারাপ হওয়ায় আহতদের উদ্ধার ও চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

রাখাইন রাজ্যে আরাকান আর্মি দীর্ঘদিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে, এবং গত বছর রাজ্যের মেজর অংশ দখল করে নিয়েছে। ২০২১ সালে সেনাবাহিনীর অভ্যুত্থানের পর দেশজুড়ে ব্যাপক সশস্ত্র বিদ্রোহ শুরু হয়, যার কেন্দ্রে রয়েছে এই অঞ্চল।

মিয়ানমারের সামরিক বাহিনী এখন একাধিক ফ্রন্টে বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে, যেখানে অনেক জায়গায় বেসামরিক মানুষের ওপর বিমান হামলা ও গোলাবর্ষণের অভিযোগ উঠেছে। গত সপ্তাহে জাতিসংঘ জানিয়েছে, এ সংঘাতের ফলে ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং আগামী বছর সংকট আরও গভীর হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মিয়ানমারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান বাড়ছে।

সূত্র: এএফপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে