ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নতুন ভিসি পেল রাবিপ্রবি

২০২৫ জানুয়ারি ০৯ ২০:৫৭:৫১
নতুন ভিসি পেল রাবিপ্রবি

শিক্ষার্থীদের দাবি এবং অবস্থান কর্মসূচির পর রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক মো. আতিয়ার রহমানকে নিযুক্ত করেছে সরকার।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ নিয়োগের খবর জানানো হয়। এর আগে ৬ জানুয়ারি রাবিপ্রবির শিক্ষার্থীরা ভিসি পদে অবিলম্বে নিয়োগের দাবিতে রাঙামাটি শহরে অবস্থান কর্মসূচি পালন করে এবং ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়। প্রশাসনের আশ্বাসের কারণে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।

গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের প্রেক্ষিতে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আক্তার পদত্যাগে বাধ্য হন। এরপর থেকে রাবিপ্রবি উপাচার্যবিহীন হয়ে পড়ে।

বৃহস্পতিবার জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে অধ্যাপক মো. আতিয়ার রহমানকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে এবং তার নিয়োগের মেয়াদ হবে ৪ বছর। তিনি তার অবসরের সময় পর্যন্ত প্রাপ্য বেতন ও সুবিধা পাবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক মো. আতিয়ার রহমান ১৯৯০ সালে মাধ্যমিক, ১৯৯২ সালে উচ্চ মাধ্যমিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে ১৯৯৬ সালে স্নাতক এবং ১৯৯৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে পোস্ট ডক্টরেট সম্পন্ন করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে