ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০

২০২৫ জানুয়ারি ০৯ ২০:২৮:৩৮
জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০

ডুয়া ডেস্ক: মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি গ্রামে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে এবং আরও ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে স্থানীয় উদ্ধারকর্মী ও আরাকান আর্মি নামে একটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী।

গত কয়েক বছর ধরে আরাকান আর্মি, মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে এবং গত বছর তারা রাজ্যের বেশিরভাগ এলাকা দখল করে নিয়েছে। ২০২১ সালে সেনাবাহিনীর অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ব্যাপক সশস্ত্র বিদ্রোহ শুরু হয়েছে যার কেন্দ্রবিন্দু হিসেবে রয়েছে রাখাইন।

উদ্ধারকর্মী খাইং থু খা বলেন, বুধবার দুপুরের দিকে রামরি দ্বীপের কিয়াউক নি মাউ শহরে সেনাবাহিনীর বিমান হামলা চালানো হয়। এই হামলায় ৫০০টিরও বেশি বাড়ি পুড়ে যায়। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক এক উদ্ধারকর্মী জানিয়েছেন, পরিবহন সমস্যার কারণে আহতদের চিকিৎসা সহায়তা পাঠানো সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবারের হামলার পর সেখানকার পরিস্থিতি উদ্বেগজনক বলে জানান স্থানীয়রা। হতাহতদের বিষয়ে জানতে চাননি সরকার বা জান্তা বাহিনী।

উল্লেখ্য, রামরি দ্বীপে চীনের অর্থায়নে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ চলছে। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এটি দীর্ঘকাল ধরে স্থগিত রয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারে চলমান সংঘাতে ৩৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন যা গত বছরের তুলনায় ১৫ লাখ বেশি। মানবিক সংকটের আশঙ্কা আরো বৃদ্ধি পেতে পারে এবং ২০২৫ সালের মধ্যে দেশের জনসংখ্যার এক তৃতীয়াংশের বেশি মানুষের সহায়তা প্রয়োজন হতে পারে।

তথ্য : এএফপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে