ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ঘুরে দাঁড়িয়ে সিরিজ ড্র করলো বাংলাদেশ

২০২৫ জানুয়ারি ০৯ ১৯:৪৮:৪১
ঘুরে দাঁড়িয়ে সিরিজ ড্র করলো বাংলাদেশ

ডুয়া ডেস্ক: মালয়েশিয়াতে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। শুরুতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল প্রথম দুই ম্যাচের পর পরাজিত হলে তৃতীয় ম্যাচে জয় পেয়ে সিরিজে টিকে থাকার চেষ্টা চালায়। সিরিজের শেষ ম্যাচটি আজ কলম্বোয় অনুষ্ঠিত হলে বাংলাদেশ ২১ রানে জয়লাভ করে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ১২৭ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কাকে ৮ উইকেট হারানোর পর ১০৫ রানে আটকে রেখেছে। এই ফলে সিরিজের ফলাফল ২-২ হয়ে ড্র হলো।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করার জন্য এটি ছিল বাংলাদেশের জন্য শেষ সুযোগ।

ম্যাচে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্সে কেউ ২৪ রানের বেশি করতে পারেনি। তবে সাতজন ব্যাটার দুই অঙ্ক ছোঁয়া ইনিংস খেলেছেন। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ফাহমিদা ছোঁয়া শুরুতেই দুই বলেই বাউন্ডারি মারেন এবং ৭ বলে ১১ রানে আউট হন। চার ওভারে বাংলাদেশ করেছে ৩৯ রান।

এরপর সুমাইয়া আক্তার সুবর্ণা (১৫ বলে ১৩) ও ঈভা (১৭ বলে ২০) পরপর আউট হন এবং বাংলাদেশ দ্রুত উইকেট হারাতে থাকে। ষষ্ঠ উইকেটে জান্নাতুল মাওয়া ও আফিয়া আসিমা ৪১ বলে ৩৭ রানের জুটি গড়েন। আফিয়া ২৩ বলে ২১ রান করেন এবং জান্নাতুল ২৭ বলে ২৪ রান করেন। শেষের দিকে সাদিয়া আক্তার ৯ বলে ১৫ রান করে দলকে ১২৬ রানে পৌঁছে দেন।

লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কার অধিনায়ক মানোদি নানায়াক্কারা ২৬ বলে ২৫ রান করেন। সাত নম্বরে নেমে হিরুনি হানসিকা ২৯ বলে ৪৪ রান করে ইনিংসে দারুণ কার্যকরী হন। তবে তাদের ইনিংসের যথেষ্ট নয় যা কেবল হারের ব্যবধান কমিয়েছে।

বাংলাদেশের বোলার জান্নাতুল ৩ উইকেট নেন এবং নিশিতা আক্তার ৪ ওভার বল করে মাত্র ৯ রানের বিনিময়ে ১ উইকেট নেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে