ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

পাচারের অর্থ ফেরাতে ইউরোপীয় ব্যাংকের সহায়তা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা

২০২৫ জানুয়ারি ০৯ ১৯:৩৯:৪৫
পাচারের অর্থ ফেরাতে ইউরোপীয় ব্যাংকের সহায়তা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডুয়া নিউজ: পাচারকৃত অর্থ ফেরাতে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের কাছে সহায়তা চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।

তিনি জানান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ২০-২৪ জানুয়ারি চীনে তার প্রথম দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন। এই সফর চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদানের একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সফরে বাণিজ্য, অর্থনীতি, কৃষি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।

আরেক প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনও দিল্লি দেয়নি এবং ঢাকা উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছে। তিনি বলেছিলেন, উত্তর না এলে ঢাকা তাগিদপত্র পাঠাবে, তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

রোহিঙ্গা অনুপ্রবেশের পরিস্থিতি নিয়ে তিনি জানান, সম্প্রতি ৩৬ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং সীমান্তে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে, তবে মানবিক অবস্থার বিষয়টিও দেখতে হবে।

জুলাই আন্দোলনে আহতদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসা প্রাপ্তির বিষয়ে ভুমিকা রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, এ পর্যন্ত ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, তাদের মধ্যে দুইজন দেশে ফিরে এসেছেন।

একই সঙ্গে, মোজাম্বিকে থাকা বাংলাদেশিদের সুরক্ষার বিষয়ে দূতাবাস কাজ করছে, বলেও জানান মুখপাত্র।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে