ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বিল পরিশোধে কমলো রিজার্ভ

২০২৫ জানুয়ারি ০৯ ১৯:২৯:৩৮
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বিল পরিশোধে কমলো রিজার্ভ

ডুয়া ডেস্ক: এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চিতি (রিজার্ভ) কমে ২০ বিলিয়নে নেমে এসেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা।

তিনি জানান, আজকে গত দুই মাসে (নভেম্বর ও ডিসেম্বর) আকু বিল হিসেবে ১.৬৭ বিলিয়ন বা ১৬৭ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৪.৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ গণনার ভিত্তিতে রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

গত বছরের ২৯ ডিসেম্বর আইএমএফের তথ্য অনুযায়ী, দেশে রিজার্ভ বিপিএম-৬ অনুযায়ী ২ হাজার ১৩৩ কোটি ৫০ লাখ ৯০ হাজার ডলার ছিল কিন্তু ব্যয়যোগ্য রিজার্ভ ১ হাজার ৬০০ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশের মোট রিজার্ভ ২ হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ ৭০ হাজার ডলার।

হোসনে আরা শিখা আরও বলেছেন, রিজার্ভ নিয়মিতভাবে ওঠানামা করে এবং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে বর্তমানে প্রবাসী আয়ের প্রবাহ ইতিবাচক আছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে