ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের তথ্য সংশোধেনর আহ্বান

২০২৫ জানুয়ারি ০৯ ১৮:৫৭:৩৮
ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের তথ্য সংশোধেনর আহ্বান

ডুয়া নিউজ: ২০২৩-২৪ অর্থবছরে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির তালিকাভুক্ত শিক্ষার্থীদের অ্যাকাউন্ট নম্বর ভুল এবং অন্যান্য তথ্যের অসংগতি থাকার কারণে উপবৃত্তির টাকা বাউন্সব্যাক হয়েছে। যেসব শিক্ষার্থীর উপবৃত্তির টাকা ফেরত আসছে, তাদের জন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নম্বর ও অন্যান্য তথ্য সংশোধন করা আবশ্যক। এই তথ্য সংশোধন করতে হবে ২০ জানুয়ারির মধ্যে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এর প্রকাশিত চিঠিতে জানানো হয়েছে যে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির তালিকাভুক্ত শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ফেরত আসা (বাউন্সব্যাক) অ্যাকাউন্টের তথ্য সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের তথ্য সংশোধন ও হালনাগাদ করতে হবে মানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) এর অ্যাপের মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পে (এসইএসপি)। এছাড়া, পূর্বে এন্ট্রি করা শিক্ষার্থীদের অভিভাবকের ভুল তথ্য সংশোধন করে ১৫ জানুয়ারির মধ্যে নির্ধারিত ই–মেইলে পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে উপবৃত্তির টাকার পাঠানোর ক্ষেত্রে কিছু শিক্ষার্থীর অ্যাকাউন্ট নম্বরসহ অন্যান্য তথ্যের অসংগতি ঘটেছে, যার ফলে টাকা বাউন্সব্যাক হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক এসইএসপি-এমআইএস সফটওয়্যারে তথ্য সংশোধন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, একই শিক্ষার্থীর একাধিক পেমেন্ট চক্রে একাধিকবার বাউন্সব্যাক থাকলে যেকোনো একটি পেমেন্ট চক্র সংশোধন-হালনাগাদ করলেই অন্যান্য পেমেন্ট চক্র স্বয়ংক্রিয়ভাবে সংশোধন হবে। একই শিক্ষার্থীর তথ্য একাধিক পেমেন্ট চক্রে একাধিকবার সংশোধন করার প্রয়োজন নেই। এ ছাড়া উপবৃত্তির সুবিধাভোগী কোনো শিক্ষার্থীর এসইএসপি-এমআইএস সফটওয়্যারে এন্ট্রিকৃত অভিভাবকের তথ্য পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে যাবতীয় তথ্যসহ [email protected]–এই ই–মেইলে ১৫ জানুয়ারির মধ্যে আবেদন পাঠাতে হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্কলারশিপ এর সর্বশেষ খবর

স্কলারশিপ - এর সব খবর



রে