ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় আটক ১০

২০২৫ জানুয়ারি ০৯ ১৯:০৫:০৪
সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় আটক ১০

ডুয়া ডেস্ক: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পাঁচজন নারী ও পাঁচজন শিশুকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে জেলার সুলতানপুর বিওপির পোতাপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন আশাশুনি উপজেলার রাধাপুর গ্রামের হালিমা বেগম (২৬), সদর উপজেলার বাকাল এলাকার মনিরা বিবি (২৬), লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রুমা আক্তার (২৫), বরিশাল জেলার হিজলা থানার ময়না বেগম (২৫) এবং মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার শারমিন বেগম (৩০)। তাদের সঙ্গে পাঁচজন শিশু বিমুক্ত হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আশরাফুল হক জানান, আটককৃতরা ছয় মাস আগে কাজের উদ্দেশ্যে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। সেখানে অবৈধ কর্মীদের বিরুদ্ধে অভিযান শুরু হলে তারা বাংলাদেশে ফেরত আসার চেষ্টা করেন এবং আটক হন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর



রে