ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

২০২৫ জানুয়ারি ০৯ ১৮:২৬:২৩
চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে চীনে যাচ্ছেন। এই সফর ২০-২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং চীনা পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি অংশ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, চলতি বছরে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে যা এই সফরের গুরুত্ব বাড়াচ্ছে।

বাংলাদেশ ও চীনের মধ্যে বর্তমানে ২৫ বিলিয়ন ডলার বাণিজ্য রয়েছে। তবে বাণিজ্যের ভারসাম্য বাংলাদেশের পক্ষে নয়। পররাষ্ট্র উপদেষ্টার সফরে বাণিজ্য ভারসাম্য এবং বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ নিয়ে আলোচনা করা হবে।

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে রফিকুল আলম বলেন, তাঁর স্ট্যাটাস বিবেচনা করা হবে না। আমরা এই বিষয়ে ভারতকে একটি চিঠি লিখেছি এবং অপেক্ষা করছি। কারণ এ বিষয়ে ধরাবাধা নিয়ম নেই।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে