ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

টানা দুই ম্যাচ জয়ে সিরিজে সমতায় বাংলাদেশের মেয়েরা

২০২৫ জানুয়ারি ০৯ ১৮:০৬:২১
টানা দুই ম্যাচ জয়ে সিরিজে সমতায় বাংলাদেশের মেয়েরা

ডুয়া নিউজ: অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কার সঙ্গে চার ম্যাচের সিরিজ খেলছিল বাংলাদেশের তরুণীরা। তবে শ্রীলঙ্কা সফরে প্রথম দুই টি–টোয়েন্টিতে স্বাগতিকদের সঙ্গে বেশ ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন দলটি গত রবিবার প্রথম ম্যাচে ৫ উইকেটে এবং সোমবার দ্বিতীয় ম্যাচে ৬৫ রানে হেরেছিল।

তবে সেই দলটাই পরবর্তীতে অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়েছে! গতকাল তৃতীয় টি–টোয়েন্টিতে ৪ উইকেট দিয়ে জয়ের পর আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সিরিজের শেষ ম্যাচে তারা জয় পেয়েছে ২১ রানে। এর ফলে তারা পিছিয়ে পড়েও ২–২ সমতায় সিরিজ শেষ করার আত্মবিশ্বাস নিয়ে মালয়েশিয়ায় অনূর্ধ্ব–১৯ টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে পারবে।

কলম্বোর বার্গার রিক্রিয়েশন ক্লাব মাঠে আজ টস হারিয়ে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ১২৬ রানে অলআউট হয়। জবাবে শ্রীলঙ্কার মেয়েরা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান করতে সক্ষম হয়।

বাংলাদেশের পাঁচ বোলারই আজ উইকেট পান। ২৩ রানে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন জান্নাতুল মাওয়া। ফাহমিদা ছোঁয়া, ফারজানা ইয়াসমিন, নিশিতা আক্তার ও আনিসা আক্তার প্রত্যেকে ১টি করে উইকেট নেন, যেখানে নিশিতা সবচেয়ে কিপটে বোলিং করে ৪ ওভারে মাত্র ৯ রান দেন।

ব্যাটিংয়ে জান্নাতুলই ছিলেন সবচেয়ে সফল, তিনি ২৪ রান করেন। সাতে নেমে ব্যাটিংয়ে নামার আগে বাংলাদেশ ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। অধিনায়ক সুমাইয়া আজ ব্যাট হাতে কোনও রান করতে পারেননি এবং ৪ বল খেলার পর আউট হয়ে যান।

সম্প্রতি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে রানার্সআপ হয়েছে এবং এখন তারা বিশ্বকাপ অভিযানে যাচ্ছে। এ টুর্নামেন্টে বাংলাদেশের ‘ডি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড আর নেপাল। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ জানুয়ারি নেপালের বিরুদ্ধে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে