ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ভারতের জবাবের জন্য আরও অপেক্ষা করবে বাংলাদেশ

২০২৫ জানুয়ারি ০৯ ১৮:০৮:১৭
ভারতের জবাবের জন্য আরও অপেক্ষা করবে বাংলাদেশ

ডুয়া ডেস্ক: বাংলাদেশ সরকার ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে একটি চিঠি দিয়েছে। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কোনো উত্তর আসেনি এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অপেক্ষা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের জানান, কূটনৈতিক প্রক্রিয়ার বিভিন্ন জটিলতার কারণে প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়ে সবকিছুর সোজা উত্তর দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, “আমরা আমাদের অনুরোধ জানিয়েছি এবং ভারতের উত্তরের জন্য অপেক্ষা করছি।”

এছাড়া সরকারের তরফ থেকে ইতোমধ্যে ৯৭ জনের পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে শেখ হাসিনাও রয়েছেন। পাসপোর্ট বাতিলের বিষয়টি ভারত কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যখন একটি পাসপোর্ট বাতিল করা হয়, তখন এটি সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের মাধ্যমে সব দেশগুলোকে জানিয়ে দেওয়া হয়।”

গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে আলোকপাত করা হয়। তবে ভারতের পক্ষ থেকে এখনো এ বিষয়ে যথাযথ উত্তর আসেনি।

শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন এবং এ সময় তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে যেখানে অস্ত্রোপচারকারী এবং জোরপূর্বক গুমের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের নির্দেশে আসামিদের গ্রেপ্তার করে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে