ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না দেওয়ায় কুয়েতে প্রবাসীদের ওপর নিষেধাজ্ঞা

২০২৫ জানুয়ারি ০৯ ১৭:০৮:০৬
বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না দেওয়ায় কুয়েতে প্রবাসীদের ওপর নিষেধাজ্ঞা

ডুয়া ডেস্ক: কুয়েত প্রবাসীদের জন্য দুঃসংবাদ। দেশটিতে নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না দেওয়া প্রবাসীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। গত ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব টাইমস।

প্রতিবদেনে বলা হয়েছে, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না দেওয়া প্রবাসীদের কুয়েত থেকে অন্য কোনো দেশে যাওয়ার অনুমতি নেই। সেইসঙ্গে তাদের ব্যাংকিং লেনদেনসহ সব ধরনের সরকারি পরিষেবা বন্ধ থাকবে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না দেওয়ার পযন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

কুয়েত সরকার জানিয়েছে, এখনও ২ লাখ ৪৪ হাজার প্রবাসী বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রমে অংশ নেয়নি। এছাড়া ১৬ হাজার কুয়েতি ও ৯০ হাজার বেদুইনও এই কার্যক্রমে অংশগ্রহণ করেনি।

২০২৩ সালে কুয়েতে অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত শনাক্ত করার লক্ষ্যে স্থানীয় নাগরিক এবং বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। স্থানীয় নাগরিকদের জন্য গত বছরের ৩০ সেপ্টেম্বর এবং বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রমের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে