ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চাদের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলা, নিহত ১৯

২০২৫ জানুয়ারি ০৯ ১৭:০৮:৫২
চাদের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলা, নিহত ১৯

ডুয়া ডেস্ক: মধ্য-আফ্রিকার দেশ চাদের রাজধানী এন’জামেনে প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। যা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হামলায় অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে যাদের বেশিরভাগই হামলাকারী বলে জানা গেছে। বুধবার রাত ৮টার কিছু আগে প্রেসিডেন্ট ভবনের নিকটে ভারী অস্ত্রধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়।

সরকারি কর্মকর্তাদের মতে, অন্তত ২৪ সদস্যের একটি কমান্ডো ইউনিট ‘অস্ত্র ও ছুরি’ নিয়ে প্রেসিডেন্ট প্রাসাদের রক্ষীদের উপর হামলা চালায়। তবে নিরাপত্তা বাহিনী দ্রুতই তাদের নিষ্ক্রিয় করতে সক্ষম হয়। পররাষ্ট্রমন্ত্রী আব্দেরামান কৌলামাল্লাহ হামলাকারীদের সম্পর্কে মন্তব্য করে তাদের ‘অসহায় বদমাশ’ হিসেবে চিহ্নিত করেছেন।

এদিকে, হামলার সময় চাদের প্রেসিডেন্ট মাহামত ইদ্রিস দেবী প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেই ছিলেন বলে জানা যায়। হামলার পরপরই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা সমন্বিত করা হয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

তবে সরকারের দেওয়া বিবরণ নিয়ে বিরোধী দলের সদস্যরা সন্দেহ প্রকাশ করেছেন। তারা হামলাকে ‘দুর্ভাগ্যজনক সারসংক্ষেপ’ এবং সরকারের পক্ষ থেকে সাজানো ‘নাটক’ বলে অভিহিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী কৌলামাল্লাহ জানিয়েছেন, তিনি বিদেশি কূটনীতিকদের কাছে হামলার বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রদান করবেন।

এই ঘটনায় পুরো দেশ জুড়ে অস্থিতিশীলতা ও রাজনৈতিক অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে যা দেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি করছে।

তথ্য: এএফপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে