ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানল

দাবানলে পুড়ে ছাই হলিউড তারকাদের ঘর-বাড়ি

২০২৫ জানুয়ারি ০৯ ১৬:৪২:৩০
দাবানলে পুড়ে ছাই হলিউড তারকাদের ঘর-বাড়ি

ডুয়া ডেস্ক: গত কয়েকদিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। নগরীর বিভিন্ন স্থানে ইতিমধ্যে ১,০০০-এরও বেশি বাড়ি ভস্মীভূত হয়েছে। আগুন নেভাতে নিরলস কাজ করছে দমকল বাহিনী, তবে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তীব্র পানির সংকট সৃষ্টি হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে ব্যবহৃত অতিরিক্ত পানির ফলে রাস্তাঘাটের নর্দমাগুলোও শুষ্ক হয়ে পড়েছে।

দাবানলের শিকার হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হলিউডের তারকারাও। জেনিফার অ্যানিস্টন, ব্র্যাডলি কুপার, টম হ্যাঙ্কস, বেন অ্যাফ্লেক, মাইকেল কিটন, অ্যাডাম স্যান্ডলার, এবং আরও অনেক সেলিব্রিটির বাড়ি আগুনে পুড়ে গেছে। তাঁদের মধ্যে অনেকে এখন গৃহহীন।

অভিনেতা জেমস উডস সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, "একদিন সুইমিং পুলে সাঁতার কাটছিলাম, পরদিন-ই সবকিছু উধাও হয়ে গেল।" চোখ মুছতে মুছতে তিনি জানান, তাঁর ভাইজি পিগিব্যাঙ্ক ভেঙে বাড়ি পুনর্নির্মাণে সাহায্য করতে চেয়েছে।

অভিনেতা বিলি ক্রিস্টাল, যিনি ১৯৭৯ সাল থেকে প্যাসিফিক প্যালিসেডসে বসবাস করছিলেন, তাঁর বাড়িও দাবানলে পুড়ে গেছে। তিনি বলেন, "আমরা এই বাড়িতে সন্তান ও নাতি-নাতনিদের বড় করেছি। প্রতিটি কোণ ভালোবাসায় পূর্ণ ছিল। এই স্মৃতিগুলো কখনো মুছে যাবে না।"

জেমস উডস দাবানলে পুড়ে যাওয়া তাঁর বাড়ির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ছবি: এক্স থেকে সংগ্রহ।

অভিনেত্রী এবং মডেল প্যারিস হিলটনও দাবানলের কারণে গৃহহীন হয়েছেন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, "পরিবারের সঙ্গে টিভির পর্দায় নিজের বাড়ি পুড়ে যেতে দেখা, এমন কষ্ট যেন কেউ কখনো না পায়। এই বাড়িতে আমরা অমূল্য স্মৃতির ভাণ্ডার গড়ে তুলেছিলাম। আগুনে ক্ষতিগ্রস্ত সকল পরিবারের প্রতি আমার সমবেদনা।"

জনপ্রিয় চলচ্চিত্র 'টপ গান: ম্যাভেরিক'-এর অভিনেতা মাইলস টেলারও ঘরহারা হয়েছেন এবং ইনস্টাগ্রামে নিজের পুড়ে যাওয়া বাড়ির ছবি পোস্ট করেছেন। অন্যদিকে, 'স্টার ওয়ারস' অভিনেতা মার্ক হ্যামিল বলেন, ১৯৯৩ সালের পর এত ভয়াবহ দাবানল তিনি দেখেননি। সে সময় ১৮,০০০ একর জমি পুড়ে গিয়েছিল এবং ৩২৩টি বাড়ি ধ্বংস হয়েছিল।

দাবানলের ভয়াবহতার কারণে অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাতিল করা হয়েছে, এর মধ্যে রয়েছে অস্কার মনোনয়নের তারিখ পেছানোর সিদ্ধান্ত। ৮ থেকে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৪ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে