ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চারদিন উত্তেজনার পর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত স্বাভাবিক

২০২৫ জানুয়ারি ০৯ ১৬:৪৯:২০
চারদিন উত্তেজনার পর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত স্বাভাবিক

ডুয়া ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া ও রাস্তা নির্মাণকে কেন্দ্র করে চার দিনের সহিংসতার পর অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সীমানা দুই পাশে বিজিবি এবং বিএসএফ সদস্যদের স্বাভাবিক টহল দিতে দেখা গেছে।

পূর্বে সীমান্তে উত্তেজনা সৃষ্টির কারণে দুই বাহিনী তাদের সংখ্যা বৃদ্ধি করেছিল। তবে বর্তমানে সেই নিরাপত্তা বাহিনীকে প্রত্যাহার করা হয়েছে।

মাঠে গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় কিছু বিজিবি সদস্য টহল দিচ্ছেন এবং সীমান্তের অপর পাশে বিএসএফ সদস্যরাও একইভাবে টহলেও রয়েছেন। বাংলাদেশ অংশে মানুষজনের ভিড় থাকলেও ভারতীয় দিকে সাধারণ নাগরিকদের উপস্থিতি নেই।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ শান্ত। বুধবার বিকেলে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফের সঙ্গে আলোচনা করে তারা রাস্তা বা কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে রোববার সকালে ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার সুকদেবপুর বিএসএফের সদস্যরা সীমান্তের পাশে কাঁটাতার ও রাস্তা নির্মাণের কাজ শুরু করলে বিজিবি তা বাধা দেয়। পরবর্তীতে মঙ্গলবার আবার কাজ শুরু হলে বিজিবি দ্বিতীয়বারের মতো বাধা দেয় এবং এর ফলে সীমান্তে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর



রে