ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পুলিশে নিয়োগ পেতে আর্থিক অনিয়মে না জড়ানোর আহবান

২০২৪ ডিসেম্বর ০৮ ১২:১৬:৩৭
পুলিশে নিয়োগ পেতে আর্থিক অনিয়মে না জড়ানোর আহবান

ডুয়া নিউজ : বাংলাদেশ পুলিশে উপ-পরিদর্শক (এসআই) পদে নিয়োগ পেতে কোনো ধরনের আর্থিক অনিয়মে না জড়ানোর আহ্বান জানানো হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ আহ্বান জানানো হয়।

বার্তায় বলা হয়, বাংলাদেশ পুলিশে এসআই পদে নিয়োগ চলছে। এ নিয়োগ প্রক্রিয়ায় শুধু মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। এই পদে নিয়োগ পেতে কারো প্রলোভনে পড়ে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অন্য কোনো অনিয়মে জড়িয়ে প্রতারিত না হতে সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বার্তায় আরও বলা হয়, কেউ আর্থিক লেনদেনের বিনিময়ে নিয়োগের প্রতিশ্রুতি দিলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের প্রতারকদের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা পুলিশ সুপারের অফিসে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে