ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

নতুন করে ২১টি স্যাটেলাইট মহাকাশে পাঠালো স্পেসএক্স

২০২৫ জানুয়ারি ০৯ ১৬:৪৯:৩৪
নতুন করে ২১টি স্যাটেলাইট মহাকাশে পাঠালো স্পেসএক্স

ডুয়া ডেস্ক : যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের জয়যাত্রা যেন থামছেই না। তার মালিকানাধীন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স-এর জন্য মহাকাশে স্যাটেলাইট পাঠানো এখন যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা এবার নতুন করে ২১টি স্টারলিংক স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে।

বুধবার (০৮ জানুয়ারি) এই স্যাটেলাইটগুলো নিয়ে কক্ষপথের উদ্দেশ্যে যাত্রা করেছে স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেট।

এবারের ২১টি স্যাটেলাইটের মধ্যে ‘ডিরেক্ট টু সেল’ সক্ষমতার স্যাটেলাইট ১৩টি। রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে।

স্পেসএক্স মিশনের বর্ণনা অনুযায়ী, এবারের মিশনে যে বুস্টারটি ব্যবহার করা হয়েছে সেটি এর আগে স্টারলিংকের একটি মিশনে ব্যবহৃত হয়েছে।

উল্লেখ্য, মহাকাশে সবচেয়ে বেশি স্যাটেলাইট রয়েছে স্পেসএক্স-এর সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের। পৃথিবীর কক্ষপথে তাঁদের স্যাটেলাইটের সংখ্যা নিয়মিত বৃদ্ধি পাচ্ছে।

স্যাটেলাইট ট্র্যাকার ও জ্যোতির্পদার্থবিজ্ঞানী জোনাথন ম্যাকডাওয়েল এর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে পৃথিবীর নিম্ন কক্ষপথে ৬ হাজার ৮৫০টির’ও বেশি স্টারলিংক স্যাটেলাইট যান (স্পেসক্রাফট) রয়েছে। এগুলোর মাধ্যমেই স্টারলিংক পৃথিবীর ১০০টিরও বেশি দেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদান করছে। সূত্র: স্পেস ডট কম

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

তথ্য প্রযুক্তি এর সর্বশেষ খবর

তথ্য প্রযুক্তি - এর সব খবর



রে