ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এনটিআরসিএ’র সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির বিষয়ে যা জানাল মাউশি

২০২৫ জানুয়ারি ০৯ ১৩:০০:৩৪
এনটিআরসিএ’র সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির বিষয়ে যা জানাল মাউশি

ডুয়া ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক সুপারিশ করা ইনডেক্সধারী শিক্ষকদের জন্য সরকার একটি বদলি নীতিমালা জারি করেছে। এই নীতিমালার ভিত্তিতে সফটওয়্যার তৈরি ও অন্যান্য বিষয় সম্পন্ন করার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বদলির প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে।

তবে কবে নাগাদ শিক্ষকরা বদলি হতে পারবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস. এম জিয়াউল হায়দার হেনরী গণমাধ্যমকে বলেন, ‘বদলি নিয়ে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের আলোচনা হয়েছে। সফটওয়্যার তৈরিসহ বেশ কিছু বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এই বিষয়গুলো সমাধানের পর বদলি কার্যক্রম শুরু করা হবে।’

মাউশি সূত্র জানায়, বর্তমানে সংস্থাটির নিয়মিত মহাপরিচালক না থাকায় ভারপ্রাপ্ত মহাপরিচালক দিয়ে ‘দায়সারা’ কাজ চালাচ্ছে মন্ত্রণালয়। নিয়মিত ডিজি না থাকার কারণে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে পারছে না মাউশি। এমনকি বদলির কার্যক্রম শুরুর বিষয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্তও নেওয়া যায়নি।

নাম না প্রকাশের শর্তে মাউশির উপপরিচালক পদমর্যাদার এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ‘আমরা চাই দ্রুত সময়ের মধ্যে শিক্ষকরা বদলির সুযোগ পাক। এজন্য দ্রুত সফটওয়্যার তৈরিসহ অন্যান্য কার্যক্রম শুরু করতে হবে। বিষয়টি মৌখিকভাবে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। নিয়মিত ডিজি অথবা রুটিন দায়িত্বে থাকা ডিজিকে ক্ষমতা দেওয়া হলে তবেই বদলির কার্যক্রম শুরু করা যাবে। কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত কবে থেকে বদলি চালু হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা সম্ভব হবে না।’

তিনি জানান, প্রাথমিকভাবে পাইলটিং আকারে নির্দিষ্ট কিছু অঞ্চলের শিক্ষকদের বদলির সুযোগ দেওয়া হবে। ধাপে ধাপে এনটিআরসিএ’র সুপারিশপ্রাপ্ত সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্কুল-কলেজ এর সর্বশেষ খবর

স্কুল-কলেজ - এর সব খবর



রে