ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জাতীয় নির্বাচনে সহায়তা করতে চায় ইউএনডিপি

২০২৫ জানুয়ারি ০৯ ০৯:৪৪:০২
জাতীয় নির্বাচনে সহায়তা করতে চায় ইউএনডিপি

ডুয়া নিউজ : বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা করতে আগ্রহী ইউএনডিপি। সেই লক্ষ্যে এবার আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে নাসির উদ্দিন কমিশনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে সংস্থাটি। বুধবার (৮ জানুয়ারি) সিইসির দপ্তর এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে করবেন ইউএনডিপি। এদিন দুপুর ১২টায় ইসিতে বৈঠকে বসবে দুই পক্ষ।

গত ২১ নভেম্বর নাসির কমিশন দায়িত্ব নেওয়ার পর বিদেশিদের সঙ্গে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ১০ ডিসেম্বর তুরস্কের তিন সাবেক সংসদ সদস্য এবং এর আগে জাতিসংঘের সঙ্গে বৈঠক করেছে ইসি। তারা নির্বাচনে সহায়তা দিতে চায়।

এরইমধ্যে সিইসি নাসির উদ্দিন জানান, অন্তর্বর্তী সরকার যখন নির্বাচন দিতে বলবে সে অনুযায়ী নির্বাচনের জন্য তারা প্রস্তুত রয়েছেন। এজন্য ভোটার তালিকা করাসহ বিভিন্ন কার্যক্রম এগিয়ে নিচ্ছেন।

এদিকে, প্রধান উপদেষ্টার দপ্তর গণমাধ্যমকে ইতিমধ্যে জানিয়েছে, সংস্কার কার্যক্রম সীমিত পরিসরে হলে আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে