ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সাড়ে ৭ বছর পর খালেদা-তারেকের দেখা

মা-ছেলের জড়িয়ে ধরার দৃশ্য দেখে যা বললেন আজহারি

২০২৫ জানুয়ারি ০৮ ২১:৫৫:৪৪
মা-ছেলের জড়িয়ে ধরার দৃশ্য দেখে যা বললেন আজহারি

ডুয়া নিউজ: উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গমন করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে দীর্ঘ সাড়ে ৭ বছর পর তার সঙ্গে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হয়েছে। দীর্ঘ দিন পর দেখা পেয়ে মাকে বুকে জড়িয়ে ধরেন তারেক রহমান। এ সময় মা-ছেলে দুজনেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

মা ও ছেলের এই আবেগআপ্লুত দৃশ্য হৃদয় কেড়েছে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। আজ বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার পর নিজের ভেরিফায়েড ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট করেন তিনি।

সেখানে আজহারী লিখেন, ‘পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবেই শীতল করে দিক। হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য!’

এর আগে বুধবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান বিএনপির চেয়ারপারসন।

খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে