ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অন্তর্বর্তী সরকারের অধীন স্থানীয় নির্বাচনে বিএনপির না

২০২৫ জানুয়ারি ০৮ ২১:০৮:৩৯
অন্তর্বর্তী সরকারের অধীন স্থানীয় নির্বাচনে বিএনপির না

ডুয়া নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, তারা অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না। দলটির নীতিনির্ধারকরা মনে করেন, বর্তমান সরকারের স্থানীয় নির্বাচন আয়োজনের কোনও ম্যান্ডেট নেই। গত সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির নেতারা মনে করেন, অন্তর্বর্তী সরকার কখনো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে পারে না, কারণ এর কোনো পূর্ব নজির নেই। তাদের মতে, আগে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এবং নির্বাচিত সরকারই স্থানীয় নির্বাচন আয়োজন করবে।

এদিকে, গত ৬ জানুয়ারি ঢাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ জানান, ঢাকার বাইরে মানুষের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রাধান্য রয়েছে।রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যেও এ মতামত আছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বলেছেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তাদের উদ্দেশ্য অন্য কিছু হতে পারে। তারা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের বিষয়টি উল্লেখ থাকতে হবে। এর কারণ হিসেবে তিনি বলেন, হঠাৎ করে শেখ হাসিনা সরকারের পতন হয়নি। গত ১৬ বছর সরকার পতনের ক্ষেত্র তৈরি হয়েছিল। এসময় বিএনপির অনেক নেতাকর্মী গুম-খুন, বিচার-বহির্ভূত হত্যা, হামলা-মামলা, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। সুতরাং এই গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়।

অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসলে বিএনপি এ বিষয়ে তাদের অবস্থান জানাবে। এছাড়া বিএনপি তাদের ১৬ বছরের আন্দোলন ও ত্যাগের বিষয়ে জনগণকে স্মরণ করিয়ে দিতে কর্মশালা ও সমাবেশ করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে