ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জাবি প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা

২০২৫ জানুয়ারি ০৮ ২০:৪৭:১২
জাবি প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা

ডুয়া ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের কার্যকরী পরিষদের ২০২৫-২৬ সেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন।

বুধবার (০৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ৪ নম্বর কক্ষে প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ও দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

জানা গেছে, জাবি প্রেসক্লাবের গঠনতন্ত্রের ১৭ নম্বর ধারায় বর্ণিত নির্বাচনী বিধিমালা অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক, কোষাধ্যক্ষ, দফতর সম্পাদক, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদকসহ কার্যকরী সদস্য-১ ও কার্যকরী সদস্য-২সহ মোট ৯টি পদে ভোটগ্রহণ হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, চূড়ান্ত ভোটার তালিকা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। ৯ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।

একই দিন দুপুর ১টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পরদিন ১০ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর দুপুর ১টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশিত হবে।

আগামী ১৪ জানুয়ারি জাবি প্রেসক্লাব কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একই দিন দুপুর ১টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে