ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি

ভারত ভিসার মেয়াদ বাড়ালে আমাদের কিছু করার নেই: পররাষ্ট্র উপদেষ্টা

২০২৫ জানুয়ারি ০৮ ২০:৪১:৪৫
ভারত ভিসার মেয়াদ বাড়ালে আমাদের কিছু করার নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ডুয়া নিউজ: সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালে বাংলাদেশের পক্ষ থেকে কিছু করার নেই।

আজ বুধবার (০৮ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ভারতের হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা গত ৫ আগস্ট বাংলাদেশ ত্যাগ করেন এবং তখন থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আমিও সংবাদপত্র থেকে জানতে পেরেছি বিষয়টি। আমাদের এ ক্ষেত্রে কী করার আছে।'

হিন্দুস্তান টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়ায় যুক্ত ছিল। তবে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে যে গুঞ্জন রয়েছে সেই কথাও অস্বীকার করা হয়েছে। হিন্দুস্তান টাইমস জানায়, ভারতে শরণার্থী এবং আশ্রয় দেওয়ার ব্যাপারে কোন সুনির্দিষ্ট আইন নেই।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে