ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

পদ হারালেন ইসলামী ব্যাংকের ইসি চেয়ারম্যান

২০২৫ জানুয়ারি ০৮ ২০:৩৯:২৭
পদ হারালেন ইসলামী ব্যাংকের ইসি চেয়ারম্যান

ডুয়া ডেস্ক : ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আব্দুল জলিলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মে জড়িত হওয়ার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অনিয়মের প্রেক্ষিতে সোমবার (০৬ জানুয়ারি) ইসলামী ব্যাংকের পর্ষদ আব্দুল জলিলকে ইসি চেয়ারম্যান পদ থেকে অপসারণ করেছে। বর্তমানে তিনি পর্ষদ সদস্য হিসেবে রয়েছেন। এখন পর্ষদ সদস্য পদ থেকে অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ বাংক সূত্র জানায়, ইসলামী ব্যাংকের ইসি চেয়ারম্যানের বিষয়ে আমরা গভর্নরের ইন্সট্রাকশন পেয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ ব্যবস্থা গ্রহণ করবে, হয়তো করেছেনও।

কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত সূত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর একটি খেলাপি প্রতিষ্ঠানকে ২৫০ কোটি ঋণ অনুমোদন করে ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটি (ইসি)। বিষয়টি জানতে পেরে বাংলাদেশ ব্যাংকের দুটি টিম তদন্তে যায়।

তদন্ত কর্মকর্তারা এ ঋণ অনুমোদনের ক্ষেত্রে ইসি চেয়ারম্যান আব্দুল জলিলের সরাসরি সম্পৃক্ততা পায়। বাংলাদেশ ব্যাংকের আপত্তির মুখে ওই ঋণ অনুমোদন বাতিল করে পরিচালনা পর্ষদে পাঠায় ইসি।

পরে অনিয়মে ভর করে দেয়া জলিলের ঋণ প্রস্তাব বাতিল করেছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। প্রমাণিত হয়েছে জলিলের অনিয়ম। এ পরিস্থিতিতে জলিলকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

গত ৫ আগস্ট সরকার পতনের পর ইসলামী ব্যাংকসহ সমস্যাগ্রস্ত ১১ ব্যাংকের বোর্ড পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের এ পুনর্গঠিত বোর্ডেরই সদস্য ইসি চেয়ারম্যান আব্দুল জলিল। বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত এ পর্ষদ সদস্য ঋণ ও নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মে জড়িয়েছে। ফলে আবারও ইমেজ সংকটে কেন্দ্রীয় ব্যাংক। তাই, আব্দুল জলিলকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে অন্য ১০টি ব্যাংকের পর্ষদ সদস্যদেরও সতর্কবার্তা দিতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ নেতৃত্ব।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে