ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কার রেসিংয়ে গিয়ে দুর্ঘটনার কবলে অভিনেতা অজিত কুমার

২০২৫ জানুয়ারি ০৮ ২০:২১:০৭
কার রেসিংয়ে গিয়ে দুর্ঘটনার কবলে অভিনেতা অজিত কুমার

ডুয়া ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত অজিত কুমার। দুবাইয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন ভেদালাম সিনেমার এই অভিনেতা। জানা গেছে, সেখানে একটি রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। ১৮০ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা। কিন্তু অল্পের জন্য অজিত প্রাণে বাঁচলেও দুর্ঘটনার শিকার হয়ে ভেঙে চুরমার হয় তার গাড়ি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, দুবাইয়ের ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা ‘২৪এইচ দুবাই ২০২৫’-এ অংশ নিয়েছেন অভিনেতা অজিত। অভিনয়ের পাশাপাশি রেসিংয়ের প্রতি গভীর আগ্রহ রয়েছে তার। এটি ছিল তার প্রথম রেসিং প্রতিযোগিতা, এবং এর জন্য তিনি আগে থেকেই অনুশীলন করছিলেন।

এই রেসিং প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রতিটি চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হয়, এবং প্রতিযোগিতা চলে ২৪ ঘণ্টা। অনুশীলনের সময়, অজিতের গাড়িটি বিপুল গতিতে চালানোর সময় পথের ধারে গিয়ে একটি ধাক্কা মারে। ঘটনার একটি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, দ্রুতগতি সম্পন্ন গাড়িটি ধাক্কা মেরে বিপর্যস্ত হয়। পরে অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

অজিতের ম্যানেজার সুরেশ চন্দ্র জানান, গাড়িটি ভেঙে গেলেও অভিনেতা সুস্থ ও অক্ষত রয়েছেন। অভিনয়ের পাশাপাশি রেসিং এবং মোটরসাইকেল চালানোর প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। এর আগে মুম্বাই, চেন্নাই ও দিল্লিতে বিভিন্ন রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে