ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হ্যাক হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পুনরুদ্ধার

২০২৪ নভেম্বর ৩০ ০৭:২৮:৩৫
হ্যাক হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পুনরুদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের (www.ssl.du.ac.bd) একাডেমিক কার্যক্রম পরিচালিত হওয়া ওয়েবসাইটটি হ্যাক হওয়ার পর তা পুনরুদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটের একটি অংশ ssl.du.ac.bd হ্যাক হওয়ার পর দ্রুত পুনরুদ্ধার করা হয়েছে। ওয়েবসাইটটি বৃহস্পতিবার রাত ১১টার দিকে হ্যাক হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ার পর আইসিটি সেলের প্রযুক্তিবিদরা দ্রুত ওয়েবসাইটটি পুনরুদ্ধার করেন। বর্তমানে এটি সুরক্ষিত আছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১১টার দিকে একাডেমিক কার্যক্রম পরিচালিত হওয়া ওয়েবসাইটটি হ্যাক করে সতর্কবার্তা জুড়ে দেয় হ্যাকাররা। এতে ঢাবি শিক্ষার্থীদের ইসকনবিরোধী আন্দোলন গতিময় করার আহ্বান জানানো হয়। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হত্যাচেষ্টার জোর প্রতিবাদ জানানো হয়।

আসিফ/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে