ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হেনলি পাসপোর্ট ইনডেক্সে, ২০২৫

শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষে সিঙ্গাপুর; বাংলাদেশের অবস্থান যত

২০২৫ জানুয়ারি ০৮ ১৯:০৬:১৯
শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষে সিঙ্গাপুর; বাংলাদেশের অবস্থান যত

ডুয়া নিউজ: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে জায়গা ধরে রেখেছে এশিয়ার ছোট্ট নগররাষ্ট্র সিঙ্গাপুর। ২০২৫ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্সে অনুযায়ী সিঙ্গাপুরের নাগরিকরা ২২৭টি দেশের মধ্যে ১৯৫টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা উপভোগ করবেন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান। দেশটির নাগরিকরা ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন।

তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ফিনল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া। এসব দেশের পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন।

চতুর্থ স্থানে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, সুইডেন এবং নরওয়ে। এসব দেশের পাসপোর্টধারীরা ১৯১টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে বেলজিয়াম, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্যের পাসপোর্টধারীরা। তারা ১৯০টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন।

হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী বাংলাদেশের পাসপোর্ট এবারে ১০০তম অবস্থানে রয়েছে, যেখানে নাগরিকরা মাত্র ৪০টি দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন। আগের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিলো ৯৭তম।

বাংলাদেশের চেয়ে দুর্বল পাসপোর্টধারী দেশগুলো হলো- নেপাল, সোমালিয়া, পাকিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া এবং আফগানিস্তান, যা তালিকার তলানিতে অবস্থান করছে। আফগানিস্তানের পাসপোর্টধারীরা মাত্র ২৬টি দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট গত এক দশকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে এবং বর্তমানে ১৮৫টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ রয়েছে, যা তাদের তালিকার দশম স্থানে নিয়ে এসেছে।

তালিকার সবশেষ ১০৬ নম্বর অবস্থানে থাকা আফগানিস্তানের পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের মাত্র ২৬ দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা সম্ভব হবে।

সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী ছিল। কিন্তু এই পাসপোর্ট তালিকার নবম স্থানে অবস্থান করছে।

নতুন তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ ও সর্বনিম্ন পাসপোর্টের মধ্যে ভ্রমণ স্বাধীনতার ফারাক এখন সর্বোচ্চ। রাজনৈতিক অস্থিতিশীলতা এবং পরিবেশগত বিপর্যয় এই বৈষম্য আরও বাড়াচ্ছে।

হেনলি পাসপোর্ট ইনডেক্স এবং আর্টন ক্যাপিটালের মতো সংস্থাগুলো বিভিন্ন দেশের ভ্রমণ নীতি ও সরকারি তথ্যের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করে থাকে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে