ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভারতকে দেওয়া চিঠির জবাব এখনও পাইনি: পররাষ্ট্র উপদেষ্টা

২০২৫ জানুয়ারি ০৮ ১৮:৫২:৩৬
ভারতকে দেওয়া চিঠির জবাব এখনও পাইনি: পররাষ্ট্র উপদেষ্টা

ডুয়া ডেস্ক: দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের কাছে পাঠানো চিঠির উত্তর এখনো না পাওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বুধবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

তিনি আরও জানান, ভারত সমপ্রতি সাবেক প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে। এই বিষয়ক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, “আমিও পত্রিকার মাধ্যমে এ খবর পেয়েছি। আমাদের কিছু করার নেই।”

গত ২৩ ডিসেম্বরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ভারতে ফেরত পাঠানোর জন্য চিঠি পাঠানো হয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালাতে বাধ্য হন। সেই থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফিরিয়ে আনার জন্য আহ্বান জানানো হচ্ছে।

ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান অব্যাহত থাকলেও তিনি যোগাযোগবিহীন অবস্থায় রয়েছেন। তাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

তবে ভারতে তাকে আশ্রয় দেওয়ার গুঞ্জন অস্বীকার করে জানিয়েছে যে, শরণার্থী ও আশ্রয় দেওয়ার জন্য ভারতে কোনো সুনির্দিষ্ট আইন নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষাত তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যা আগামী ১২ ফেব্রুয়ারিতে কার্যকর হবে।

এদিকে জুলাই মাসের বিক্ষোভের পর জোরপূর্বক গুম ও হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অন্তর্ভুক্ত রয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে