ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

গত ৫ মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ৯০ লাখ

২০২৫ জানুয়ারি ০৮ ১৮:৪৯:৪৭
গত ৫ মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ৯০ লাখ

ডুয়া ডেস্ক: ২০২৪ সালের নভেম্বর মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ৪৪ লাখ। যা ২০২১ সালের আগস্টের পর ইন্টারনেট গ্রাহক সংখ্যা কমার সবচেয়ে বড় পতন। গত পাঁচ মাসে মোট ইন্টারনেট গ্রাহকের সংখ্যা কমেছে ৯০ লাখ।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) সবশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

বিশেষজ্ঞরা এই পতনের মূল কারণ হিসেবে সিম কার্ডে ভ্যাট বৃদ্ধিকে চিহ্নিত করেছেন। জুলাই মাসে সিম কার্ডে ভ্যাট ৫০ ভাগ বেড়ে ২০০ টাকা থেকে ৩০০ টাকায় পৌঁছায়।

এদিকে, বর্তমান সরকার আবার মুঠোফোনে কর বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এনবিআরের জানিয়েছে, মোবাইল সেবায় নতুন করে ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ হতে পারে।

এ বিষয়ে অপারেটররা জানিয়েছে, এই হারে সম্পূরক শুল্ক বাড়ানো হলে প্রতি ১০০ টাকা রিচার্জের বিপরীতে সরকার শুধু কর বাবদ পাবে প্রায় ৩০ টাকা। তরঙ্গ, লাইসেন্স ও অন্যান্য ফি থাকবেও।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

তথ্য প্রযুক্তি এর সর্বশেষ খবর

তথ্য প্রযুক্তি - এর সব খবর



রে