ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইএফটিতে আরও ১ লাখ শিক্ষকের বেতন আগামী সপ্তাহে

২০২৫ জানুয়ারি ০৮ ১৮:২৯:৪১
ইএফটিতে আরও ১ লাখ শিক্ষকের বেতন আগামী সপ্তাহে

ডুয়া ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা আগামী সপ্তাহে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে নিজেদের বেতন পাবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক এস.এম জিয়াউল হায়দার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যারা প্রথম ধাপে ইএফটি পদ্ধতিতে বেতন-ভাতা পাননি তারা আগামী সপ্তাহে বেতনের বার্তা পাবেন এবং এরপর অর্থ মন্ত্রণালয় তথ্য যাচাই-বাছাই করে সরকারি অংশের টাকা অবমুক্ত করবে।

এখন পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা অ্যানালগ পদ্ধতিতে ব্যাংকগুলোর মাধ্যমে দেওয়া হয়। এই প্রক্রিয়ায় অনেক সময় দেরি হয় এবং শিক্ষকদের বিভিন্ন ভোগান্তির সম্মুখীন হতে হয়। যার ফলে তারা সরকারি কর্মকর্তাদের মতো মাসের শুরুতে নিরবচ্ছিন্নভাবে বেতন পেতে চান।

উল্লেখ্য, ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষামন্ত্রণালয় ইএফটি পদ্ধতিতে বেসরকারি শিক্ষকদের বেতন দেওয়ার ঘোষণা দেয়। প্রথমদিকে মাত্র ২০৯ জন শিক্ষক-কর্মচারীর বেতন ইএফটিতে ছাড় করা হয়েছিল। এরপর গত ১ জানুয়ারি এক লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন পেতে সক্ষম হয়েছেন।

বর্তমানে ৩ লাখ ৮০ হাজার বেসরকারি শিক্ষক-কর্মচারীর মধ্যে ২ লাখ ৮৯ হাজারের তথ্য যাচাই করা হচ্ছে, এবং অবশিষ্টদের তথ্যের কিছু ত্রুটি সংশোধনের প্রক্রিয়ায় রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্কুল-কলেজ এর সর্বশেষ খবর

স্কুল-কলেজ - এর সব খবর



রে