ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পাঠদানে দ্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবি

২০২৫ জানুয়ারি ০৮ ১৮:২৩:৫৪
পাঠদানে দ্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবি

ডুয়া নিউজ: ২০২১ সালের নীতিমালা বাতিলের দাবি জানিয়ে পাঠদানের স্বীকৃতি পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের একযোগে এমপিওভুক্তির দাবি জানিয়েছেন শিক্ষকরা। তারা বলেছেন, আগামী ২০ কর্মদিবসের মধ্যে তাদের দাবি না মানলে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে লং মার্চসহ অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকবে।

আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদের ব্যানারে শিক্ষকেরা তাদের দাবি তুলে ধরেন।

তারা জানান, এমপিও না পাওয়ার কারণে আর্থিক কষ্টে আছেন তারা। অথচ দলীয় কারণে একই সময়ে প্রতিষ্ঠিত অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হয়ে গেছে বলেও দাবি করেন তারা।

এ সময় শিক্ষকরা বলেন, দেশে রোহিঙ্গাদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও খাবারের ব্যবস্থা হচ্ছে আর বাংলাদেশি শিক্ষকদের বেতনের ব্যবস্থা হচ্ছে না-এটা খুবই দুঃখের কথা। এমপিও না পাওয়ার কারণে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আর অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পথে বলেও জানান তারা।

এজন্য একাডেমিক স্বীকৃতি পাওয়া প্রায় ৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে স্বৈরাচারী এমপিও নীতিমালা-২০২১ বাতিল করে শুধুমাত্র স্বীকৃতিপ্রাপ্ত নীতিমালা কার্যকর করা হোক এবং একযোগে এমপিওভুক্তি প্রক্রিয়া সম্পন্ন করা হোক বলে জানান তারা। আগামী ২০ কর্মদিবসের মধ্যে এ দাবি না মানলে আন্দোলনসহ নানা কর্মসূচি অব্যাহত থাকবে।

কর্মসূচির মধ্যে রয়েছে, প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর খোলা চিঠি দেয়া। কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ ও সংলাপ প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে। এ ছাড়া সংবাদ সম্মেলন, গোলটেবিল বৈঠকও চলমান থাকবে। সারা দেশের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের নিয়ে মানববন্ধন, অবস্থান ধর্মঘট, প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর লংমার্চ ও অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে