ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

খেলাপির নতুন নিয়মে কমবে বিনিয়োগ ও কর্মসংস্থান

২০২৪ ডিসেম্বর ০৮ ০৭:২৪:১৫
খেলাপির নতুন নিয়মে কমবে বিনিয়োগ ও কর্মসংস্থান

ডুয়া নিউজ: খেলাপি ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়মে বেসরকারি খাতে বিনিয়োগ ব্যাহত হবে এবং কমবে কর্মসংস্থান। এছাড়া এলডিসি গ্র্যাজুয়েশনের সময়সীমা ৩-৬ বছরের জন্য পেছানো যেতে পারে।

শনিবার (০৭ ডিসেম্বর) বিজিএমইএর উদ্যোগে দেশের ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি ও শিল্প কারখানার নিরাপত্তা বিষয়ে বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতাদের সঙ্গে, বিজিএমইএ নেতাদের মতবিনিময় সভায় এসব কথা বলেন ব্যবসায়ীরা।

বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএর প্রশাসক মো. আনায়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পোশাক শিল্পসহ সব শিল্প কারখানার বিরাজমান পরিস্থিতি, শিল্পে নিরাপত্তাহীনতা, প্রয়োজন অনুযায়ী গ্যাস না পাওয়া এবং ব্যাংক সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা হয়।

সভায় পোশাক শিল্পসহ সব শিল্প খাতের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়। সভায় মাহমুদ জিনস কারখানার ডিএমডির ওপর হামলার উদ্ধৃতি দিয়ে বাণিজ্য সংগঠনের নেতারা বলেন, এতে করে দেশের সামগ্রিক শিল্প খাতে গভীর উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে উদ্যোক্তারা কারখানা পরিচালনায় নিরুৎসাহিত হবেন, একই সঙ্গে দেশের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগও ঝুঁকিতে পড়বে, যা মোটেও কাম্য নয়।

মতবিনিময় সভায় বলা হয়, অর্থনীতি ও শিল্পের স্বার্থে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে, কর্মসংস্থান সুরক্ষিত রাখতে শিল্পাঞ্চলগুলোতে সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং পোশাক শিল্পসহ সব শিল্প ও কারখানার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবসায়ী নেতারা সরকারের প্রতি জোর দাবি জানান।

খেলাপি ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়মের সমালোচনা করে ব্যবসায়ী নেতারা বলেন, এপ্রিল মাস থেকে খেলাপি ঋণের নতুন নীতি কার্যকর হলে তৈরি পোশাক খাতে বড় ধরনের ধাক্কা আসতে পারে। নতুন নীতি শিল্পগুলোতে সম্ভাব্য কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিরূপণে খাতভিত্তিক স্টাডি করার বিষয়ে ব্যবসায়ী সম্প্রদায়ের একমত পোষণ করেন।

সভায় ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন নিয়েও বিশেষভাবে আলোচনা করা হয়। বলা হয় যে, এলডিসি তালিকা থেকে বের হলে বাংলাদেশ স্বয়ংক্রিয়ভাবে কিছু বাণিজ্য ও অন্যান্য সুবিধা হারাবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশের সক্ষমতা বিবেচনায় নিয়ে বিশ্ব বাজারে বাংলাদেশের প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধি ও এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য আরও কিছুটা সময় দরকার। সে ক্ষেত্রে এলডিসি গ্র্যাজুয়েশনের সময়সীমা ৩-৬ বছরের জন্য পেছানো যেতে পারে বলে বাণিজ্য সংগঠনসমূহের নেতারা মত প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান, বিইএফের সভাপতি আরদাশির কবির, বিকেএমইএর সভাপতি মোহম্মদ হাতেম, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, বিসিআইর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), এমসিসিআইর সভাপতি কামরান তানভিরুর রহমান, ডিসিসিআইর সাবেক সভাপতি ওসামা তাসীর, বিজিএপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার, বায়লার সভাপতি আবরার হোসেন সায়েম ও প্রথম সহসভাপতি হাসিন আরমান এবং বিজিএমইএর নেতারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে