ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাবি শিক্ষকদের গবেষণা কার্যক্রম নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

২০২৫ জানুয়ারি ০৮ ১৮:১২:৫১
ঢাবি শিক্ষকদের গবেষণা কার্যক্রম নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘Workshop on Writing Academic Transformation Fund (ATF) Sub-Project Proposal’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৭ জানুয়ারি (মঙ্গলবার) আরসি মজুমদার আর্টস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, বিশ্বব্যাংকের সিনিয়র শিক্ষা বিশেষজ্ঞ টি.এম. আসাদুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা ও আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শাহ এমরান কর্মশালার বিষয়বস্তু তুলে ধরেন এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াহেদুজ্জামান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে শীর্ষ পর্যায়ে উন্নীত করতে গবেষণার কোন বিকল্প নেই। গবেষণা কার্যক্রমকে বেগবান করতে ছাত্র-শিক্ষক সম্পর্কের উন্নয়ন ঘটানো জরুরি। বিশ্বব্যাংকের অর্থায়নে HEAT Project এর আওতায় গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহ্বান জানান। গবেষণা সংক্রান্ত সকল বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক সহযোগিতা প্রদান করবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, কর্মশালায় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে